ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারার প্রয়াত বিএনপি নেতা শহীদ সেকেন্দার আলী প্রামাণিকের ৩৭তম শাহাদাত বার্ষিকী মঙ্গলবার পালিত হয়েছে।
প্রয়াত বিএনপি নেতার পরিবারের উদ্যোগে মঙ্গলবার দুপুরে উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার চানপাড়ায় এ উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রয়াত নেতার পরিবারের সদস্য, আত্নীয় স্বজন, রাজনীতিবিদসহ এলাকার বিভিন্ন পেশার লোকজন উপস্থিত থেকে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন। এসময় উপস্থিত থেকে প্রয়াত পিতার জন্য দোয়া প্রার্থনা করেন শহীদ সেকেন্দার আলীর জ্যেষ্ঠ ছেলে ভবানীগঞ্জ পৌরসভা বিএনপির সভাপতি সাবেক মেয়র আবদুর রাজ্জাক। উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ আবদুস সোবহান, বিএনপি নেতা আবদুল মালেক, শামসুজ্জোহা বাদশা, যুবদল নেতা জহুরুল ইসলাম, কৃষকদলের নেতা মেজবাহুল হক দুলু, ছাত্রদল নেতা বাবু।
দোয়া পরিচালনা করেন চানপাড়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুন নূর। গত ১৯৮৮ সালের ২১ অক্টোবর দলীয় অনুষ্ঠান শেষ করে তাহেরপুর থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা ধারাল অস্ত্র দিয়ে খুন করে সেকেন্দার আলীকে। বীরমুক্তিযোদ্ধা সেকেন্দার আলী প্রামাণিক বিএনপি গুরুত্বপূর্ণ পদে থাকা ছাড়াও
ভবানীগঞ্জের চেয়ারম্যান ছিলেন।
তাঁর মৃত্যুর পর স্ত্রী ও বড় সন্তান আবদুর রাজ্জাক প্রামাণিকসহ অন্য সন্তানেরা রাজনীতির হাল ধরেন। বর্তমানে তিনি ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র।


