ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় দুই নারীকে কফির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে অজ্ঞান করে মালামাল লুটের অভিযোগে দুই যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে লুট হওয়া দুই জোড়া নুপুর উদ্ধার করা গেলেও অন্যান্য মালামাল উদ্ধার করা যায়নি। গ্রেপ্তার হওয়া যুবকেরা হলেন রাজশাহীর তানোরের আলা দিঘি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে তৌহিদুল ইসলাম (২৪) ও একই উপজেলার কালনা গ্রামের এরশাদ আলীর ছেলে মশিউর রহমান (২৩)। রোববার প্রতারিত এক নারীর মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। ওই নারীর নাম রুপা খাতুন। তিনি চট্টগ্রামের একটি পোশাক কারখানায় চাকরি করেন। তাঁর গ্রামের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাঁড়া গ্রামে।
গ্রেপ্তার হওয়া যুবকদের মধ্যে তৌহিদুল ইসলাম নিজেকে গোয়েন্দা পুলিশের সদস্য পরিচয়ে মামলার বাদীর সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করেন।
পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, চার বছর আগে রুপা খাতুনের (৩১) সঙ্গে তৌহিদুল ইসলাম নামের এক যুবকের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয়।
ওই যুবক “কষ্টের জীবন” নামে আইডি খোলে রুপা খাতুনের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন।
পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
এরপর থেকে মেসেঞ্জারের মাধ্যমে উভয়ের মধ্যে নিয়মিত কথাবার্তা হয়। ওই যুবক নিজেকে পুলিশের গোয়েন্দা বিভাগের লোক পরিচয় দিতেন।
সম্প্রতি রুপা খাতুন গ্রামের বাড়ি বান্দাইখাঁড়ায় আসেন। বিষয়টি জানার পর গত ২০ অক্টোবর তৌহিদুল ইসলাম ওই নারীর সঙ্গে দেখা করার জন্য তোফাজ্জল হোসেন নামের এক সহযোগীকে নিয়ে বান্দাইখাঁড়া বাজারে যান। এসময় ওই নারী তাঁর খালাতো বোন (১৮) ও এক ভাইকে(৭) সঙ্গে নিয়ে বাজারে সাক্ষাৎ করেন। সেখানে সাক্ষাতের পর ওই দিন বিকেলে তাদের কফি ও চাইনিজ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ২০ কিলোমিটার দূরে বাগমারা উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারে নিয়ে আসেন দুই যুবক ।
বিকেলে ভবানীগঞ্জ বাজারের নিউমার্কেটের নিচের একটি চায়ের দোকানে রুপা ও তাঁর খালাতো বোনকে কফি খাওয়ানো হয়। কিছুক্ষণ পর তাঁদের চাইনিজ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ভবানীগঞ্জ নিউমার্কেটের পাঁচতলার একটি চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে যাওয়া হয়। সেখানে বসে থাকার কিছু ক্ষণের মধ্যে অচেতন হয়ে পড়েন দুই নারী। পরে তাদের অচেতন অবস্থায় বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা এবং সঙ্গে থাকা সাত বছরের শিশুকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
ওই দিন গভীর রাতে চেতনা ফিরে পেয়ে দুই নারী বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজেদের আবিষ্কার করেন। তবে তাঁদের কাছে থাকা মুঠোফোন, দুল, হার, নুপুরসহ সোনার অলংকার কিছুই পাননি। সঙ্গে আনা সাত বছরের শিশুও ছিল না। পরে স্বজনদের খবর দেওয়া হলে তাঁরা বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। পরের দিন তাঁদের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
তাঁরা বাড়িতে ফিরে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে পরিবারের কাছে ঘটনাটির বিস্তারিত জানান।
গত শুক্রবার (২৪ অক্টোবর) রাতে বাগমারা থানায় রুপা খাতুন লিখিত অভিযোগ দিলে পুলিশ তদন্তে মাঠে নামে। প্রযুক্তির মাধ্যমে দুই প্রতারকের অবস্থান ও পরিচয় নিশ্চিত হয়। পুলিশ রাতভর অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের আটক করে।
শনিবার দুপুরে প্রতারিত দুই নারীকে থানায় ডেকে মুখোমুখি করা হলে তাঁদের সনাক্ত করেন তাঁরা। পরে তাঁদের নিয়ে লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান চালানো হয়। তবে দুইজোড়া নুপুর ছাড়া অন্য মালামাল উদ্ধার করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।
প্রতারিত রুপা খাতুন বলেন, প্রতারকের প্রকৃত পরিচয় ও ঠিকানা কিছুই জানতেন না। এর আগে সামনাসামনি দেখাও হয়নি। ঘটনার দিন গোয়েন্দা পুলিশের সদস্য পরিচয় দেওয়া ওই যুবকের কোমরে পিস্তলের মতো কিছু একটা ঝোলানো ছিল। এতে তিনি ডিবি পুলিশ বলে বিশ্বাস করেছিলেন।
অচেতন হওয়ার পর চাইনিজ রেস্তোরাঁয় তাঁদের কাছে থাকা মোবাইল ফোনসহ পাঁচ লক্ষাধিক টাকার সোনার গহনা নেওয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ওই নারীর চাচা জানান, তাঁর ভাতিজিদের শরীরে অনেক সোনার গহনা ছিল। ওই দিন প্রতারকেরা মোটরসাইকেলে করে সাত বছরের শিশুকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে সটকে পড়েছে।
রেস্টুরেন্টের পরিচালক নাইম হোসেন বলেন, “ঘটনাটি জানি না, একজন গোয়েন্দার লোক এসে তথ্য নিয়ে গেছে। রেস্টুরেন্টে অনেক লোকইতো আসে।”
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, প্রযুক্তি ব্যবহার করে দুইজনকে আটক করা হয়েছে। তাঁরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করলেও লুট করা মালামাল ফেরত দেয়নি। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।


 
                                                            
 
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        