ধূমকেতু নিউজ ডেস্ক : সম্প্রতি ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দেওয়া রুদ্রনীল ঘোষকে টালিউড ইন্ডাস্ট্রি থেকে নিষিদ্ধ (ব্যান) করার দাবি জানিয়েছেন আরেক জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী।
একসময় তৃণমূল কংগ্রেসের রাজনীতি করতেন রুদ্রনীল ও সোহম। সোহম এখনও তৃণমূল যুবদলের রাজ্য সহসভাপতির দায়িত্ব পালন করছেন।
পর্দায় একসঙ্গে কাজ করার সুবাদে তাদের বন্ধুত্ব অনেক দিনের। তবে রুদ্রনীল সম্প্রতি দলবদলে বিজেপিতে যোগ দেওয়ার পর টালিউডে মাফিয়ারাজ চলছে বলে অভিযোগ করার পর তাদের সম্পর্কে চিড় ধরেছে।
বৃহস্পতিবার বিজেপির দলীয় কার্যালয়ে রুদ্রনীল অভিযোগ করে বলেন, টালিউডে যত কলাকুশলী দরকার, তার চেয়ে দ্বিগুণ লোক নিতে বলা হচ্ছে। অতিরিক্ত লোকজন বসে বসে টাকা নিচ্ছে।
তার এই অভিযোগের পর অভিনেতা সোহম বলেন, ‘আমি চাই এই মন্তব্যের জন্য রুদ্রনীলকে এই ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ করা হোক!’
নিষিদ্ধের পাশাপাশি সোহমের দাবি, টালিউডের কর্মীরা রুদ্রনীলের মন্তব্যের বিরুদ্ধে এক হয়ে প্রতিবাদ জানাক। সবাই বলুন, রুদ্রনীল যতক্ষণ সেটে থাকবে ততক্ষণ কেউ কাজ করবেন না। সোহম রুদ্রনীলের কাছে প্রশ্ন রেখেছেন– এতদিন ধরে যদি তার এত সমস্যা হয়ে থাকে, তা হলে আগে কেন বলেননি? বিরোধী দলে গিয়ে এখন তৃণমূলকে কেন কালিমালিপ্ত করার চেষ্টা করছেন?
তথ্যসূত্র : আনন্দবাজার।