ধূমকেতু নিউজ ডেস্ক : জনসন অ্যান্ড জনসনের তৈরি এক ডোজের করোনা টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে ফাইজার-বায়োএনটেক ও মডার্নার পর তৃতীয় কোম্পানির অনুমোদিত টিকা পেতে যাচ্ছেন মার্কিনিরা। আগের দুই টিকা দুই ডোজ করে নিতে হলেও জনসনের এ টিকার এক ডোজই যথেষ্ট।
টিকাটি করোনায় আক্রান্ত হয়ে বেশি অসুস্থদের বেলায় ৮৫ শতাংশ কার্যকারিতা মিলেছে। তবে প্রাথমিক থেকে মাঝারি পর্যায়ের রোগীসহ গড় হিসাব করা হলে তাতে ৬৬ শতাংশ কার্যকারিতা পাওয়া গেছে।
ফাইজার বা মডার্নার মতো ফ্রিজারে খুব কম তাপমাত্রায় রাখার দরকার হয় না জনসন অ্যান্ড জনসনের উদ্ভাবিত টিকা, সাধারণ ফ্রিজে রাখলেই হয়।
এ বছরের জুনের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রকে ১০ কোটি ডোজ টিকা সরবরাহের চুক্তি করেছে কোম্পানিটি। যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও কানাডা এরই মধ্যে তাদের কাছে টিকার অর্ডার দিয়ে রেখেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জনসনের টিকার অনুমোদন পাওয়াকে সব মার্কিনির জন্য সুসংবাদ হিসেবে আখ্যায়িত করেছেন।
এক বিবৃতিতে বাইডেন বলেন, এটা অগ্রগতির খবর। তবে আমাদের লড়াইয়ের অনেক পথ বাকি। তবুও আজকের খবরটি আমরা উদযাপন করব। সব আমেরিকানের প্রতি আমার আহ্বান—হাত ধোয়া, সামাজিক দূরত্ব মেনে চলা ও মাস্ক পরা চালিয়ে যেতে হবে।