ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের আসামের চায়ের নাম ও সুগন্ধ সারা বিশ্বে ছড়িয়েছে। এবার আসাম সফরে গিয়ে সেই চায়ের বাগানে গিয়ে তাক লাগিয়েছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের মহাসচিব প্রিয়াংকা গান্ধী। মঙ্গলবার সকালে তিনি হঠাৎ করেই হাজির হন চা-শ্রমিকদের মাঝে।
বিজেপির দখলে থাকা আসামে নির্বাচনী প্রচারের দায়িত্ব নিয়েছেন প্রিয়াংকা গান্ধী। এবার কংগ্রেসের তরফে এক অভিনব পন্থা নেওয়া হয়েছে। রাহুল হোন বা প্রিয়াংকা , কংগ্রেসের শীর্ষ নেতারা একেবারে সাধারণ মানুষের মধ্যে মিশে যেতে চাইছেন। কিছুদিন আগে রাহুল গান্ধী কেরালায় মত্স্যজীবীদের সঙ্গে সমুদ্রে নেমেছিলেন। তিনি জানিয়েছিলেন, মৎস্যজীবীদের দৈনন্দিন জীবনের সংগ্রাম তিনি অনুভব করতে চান। আর এবার আসামের চা বাগানে শ্রমিকদের মাঝে হাজির হন প্রিয়াংকা গান্ধী। একেবারে শ্রমিক সেজেই।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, চা-শ্রমিকদের দুঃখ-দুর্দশার কথা শুনেছেন প্রিয়াংকা । সরকার আসে, সরকার যায়। কিন্তু চা শ্রমিকের জীবন সেই অন্ধকারেই থেকে যায়। চা শিল্পের প্রধান কারিগর শ্রমিকরাই। কিন্তু তাদেরই বছরের পর বছর ধরে শোচনীয় অবস্থা।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, মঙ্গলবার তেজপুরে মাথায় চুপড়ি নিয়ে চা শ্রমিকদের মাঝে হাজির হন প্রিয়াংকা গান্ধী। কথা বলেন শ্রমিকদের সঙ্গে। শ্রমিকদের সমস্যার কথা শুনেন।
সেখানে শ্রমিকদের এমন দুর্দশার কথা শুনে অবাক হন কংগ্রেস মহাসচিব।
পরে প্রিয়াংকা গান্ধী এক টুইটবার্তায় বলেন, আসামের বহু রঙের সংস্কৃতিই ওদের শক্তি। এই সংস্কৃত বাঁচানোর জন্যই আসামের মানুষ মরিয়া হয়ে উঠেছে। এই সফরে গিয়ে আমি সেটা বুঝতে পারলাম। ওদের লড়াইয়ে শামিল হবে কংগ্রেস। আমি কথা দিচ্ছি।