ধূমকেতু নিউজ ডেস্ক : মাটির নিচে একটি নতুন ক্ষেপণাস্ত্র স্থাপনার উদ্বোধন করেছে ইরানের আধাসামরিক বাহিনী রেভ্যুলুশনারি গার্ড। রাষ্ট্রীয় টেলিভিশনকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে ডন।
সোমবার উদ্বোধনের পর দেওয়া বিবৃতিতে, গার্ড কমান্ডার জেনারেল হোসেইন সালামি বলেছেন, ক্রুজ এবং ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইরানের নৌবাহিনীকে আরও শক্তিসম্পন্ন করবে।
এ সময় সেখানে মজুত করে রাখা বেশকিছু ক্ষেপণাস্ত্রের ছবি দেখানো হয়। এটি ভূগর্ভস্থ আরেকটি বদ্ধ করিডোরের মতো দেখতে। তবে নতুন এই স্থাপনা কোথায় অবস্থিত এবং সেখানে কি পরিমাণ ক্ষেপণাস্ত্র মজুত রাখা আছে সে বিষয়ে পরিষ্কার করে কিছু বলেনি ইরান।
২০১১ সাল থেকে ইরান তার ভ‚গর্ভস্থ স্থাপনা নির্মাণ শুরু করে। সারা দেশে এমন অনেক স্থাপনা আছে। তবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে কেন্দ্র করেই এর বেশির ভাগ।
এর আগে ইরান দাবি করেছিল, তাদের হাতে যেসব ক্ষেপণাস্ত্র আছে, তা ২০০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। এর অর্থ তা ইসরাইলসহ মধ্যপ্রাচ্যে আঘাত হানতে সক্ষম। তবে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে হুমকি হিসাবে দেখে থাকে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা।