ধূমকেতু নিউজ ডেস্ক : লেবাননের প্রতিরোধ আন্দোলন সংগঠন হিজবুল্লাহর ভয়ে প্রচণ্ড তটস্থ হয়ে পড়েছে ইহুদিবাদী দেশ ইসরাইল।
এর অন্যতম কারণ হচ্ছে— ভবিষ্যতে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ বাধলে প্রতিদিন তাদের গড়ে দুই হাজার ক্ষেপণাস্ত্র মোকাবিলা করতে হবে। খবর জেরুজালেম পোস্টের।
ইহুদিবাদী দেশটির সেনাবাহিনী (ইসরাইলি ডিফেন্স ফোর্স-আইডিএফ) সম্প্রতি এ ভবিষ্যৎবাণী করেছেন।
আইডিএফের মতে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে কুলিয়ে ওঠতে না পেরে অবশেষে ইসরাইলকে লক্ষ্যবস্তু বানাবে।
ইহুদি বসতি আর ইসরাইলি শহরগুলোতে তখন ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়বে হিজবুল্লাহ। আইডিএফ কমান্ডার জেনারেল ওরি গোরডিন গত সোমবার এ শতর্কবাণী শোনান।
তিনি বলেন, হিজবুল্লাহর কাছে কমপক্ষে দেড় লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র মজুদ আছে। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে তারা ইসরাইলের যে কোনো অবস্থানে হামলা করতে সক্ষম।
এ জন্য ইসরাইল সহসা আর হিজবুল্লাহকে ঘাটাতে চাচ্ছে না। কারণ তাদের যুদ্ধের সামর্থ্য অর্জনকে খুবই ভয়ের চোখে দেখছে ইসরাইল।