ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বের উন্নত দেশগুলোকে করোনার টিকা মজুদ বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এসব দেশগুলোর সংগ্রহে থাকা অতিরিক্ত টিকা দরিদ্র দেশগুলোকে বিতরণের আহ্বান জানিয়েছেন তিনি। সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য বিজনেস টাইমস এ তথ্য জানিয়েছে।
বিপুল পরিমাণ করোনা টিকার ডোজ মজুদ করায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব। স্থানীয় সময় রোববার কানাডার সিবিসি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘের মহাসচিব বলেন, ‘করোনা টিকার বণ্টনে বিশ্বজুড়ে যে অন্যায্যতা দেখা দিয়েছে তা নিয়ে আমি খুবই শঙ্কিত। একদিকে দেখা যাচ্ছে, অনেক দেশের হাতে টিকার একটি ডোজও নেই, আবার কিছু দেশের হাতে রয়েছে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ডোজ। ‘
তিনি বলেন, ‘করোনা টিকা কোনো বিলাসজাত পণ্য নয়। বর্তমান পরিস্থিতিতে এটি বৈশ্বিকভাবে প্রয়োজনীয় পণ্য। বিশ্বের অধিকাংশ মানুষকে টিকার আওতায় আনা না গেলে এই মহমারিকে আমরা বিদায় জানাতে পারব না। তাই যত দ্রুত সম্ভব, টিকা বিতরণে ন্যায্যতা আনা প্রয়োজন।’
জাতিসংঘ মহাসচিব বলেন, ‘উন্নত দেশগুলোকে বলছি- টিকা মজুত বন্ধ করুন। এটা প্রথম কাজ। তারপর নিজেদের সংগ্রহে থাকা টিকার ডোজগুলো দরিদ্র দেশগুলোকে দিন।’