ধূমকেতু নিউজ ডেস্ক : রাজবাড়ী শহরের শেরেবাংলা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ৬০ ফুট উচ্চতার পানির ট্যাংকিতে উঠে মানসিক ভারসাম্যহীন এক কলেজছাত্রীর আত্মহত্যার চেষ্টা ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টার দিকে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল করে পুলিশকে জানালে তারা রাজবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীদের জানান। ফায়ার সার্ভিসের কর্মীরা তাড়াতাড়ি ছুটে এসে দীর্ঘ দেড় ঘণ্টা চেষ্টা চালানোর পর রশি দিয়ে বেঁধে ছাত্রীকে উদ্ধার করে নিচে নামিয়ে আনতে সক্ষম হন।
কলেজছাত্রীর বাড়ি রাজবাড়ী শহরের বড়পুল এলাকায়। তিনি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি একজন মানসিক রোগী বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী আবিদ হোসেন বলেন, আমি পথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ চিৎকার চেঁচামেচির শব্দ আমার কানে আসলে পথের পাশেই উপরে পানির ট্যাংকির দিকে তাকাই। তখন দেখতে পাই একটি মেয়ে ট্যাংকির উপর বসে আছে। তাকে লাফ দিয়ে নিচে পড়ে আত্মহত্যা করার চেষ্টার প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে।
তিনি বলেন, তখন আমি তাকে এক মিনিট জরুরি কথা আছে বলে সেখানে চুপচাপ বসে থাকার অনুরোধ করি। তাড়াতাড়ি সেখানে উঠে হাত ধরে বসে থাকলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে তাড়াতাড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করেন।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ৯৯৯ নাম্বারে কল পেয়ে বিষয়টি রাজবাড়ী ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের জানালে তারা কলেজছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হন।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, পুলিশের কাছ থেকে খবর পেয়ে আমরা তৎক্ষণাৎ পানির ট্যাংকির কাছে গিয়ে ছাত্রীকে অস্বাভাবিক অবস্থায় দেখতে পাই। কেউ সেখান থেকে তাকে নামাতে পারছে না। পরে অনেক সময় নিয়ে চেষ্টার পর কলেজছাত্রীকে পুলিশের কাছে হস্তান্তর করি। বর্তমানে সে সুস্থ অবস্থায় রয়েছে বলে জানান এই কর্মকর্তা।