ধূমকেতু নিউজ ডেস্ক : দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানের কোনো শরণার্থীকে আশ্রয় না দেওয়ার ঘোষণা দিয়েছে।
দক্ষিণ আফ্রিকার সরকার জানিয়েছে, আফগানিস্তানের শরণার্থী যারা পাকিস্তানে আশ্রয় নিয়েছেন তাদের গ্রহণ করার বিষয়ে দক্ষিণ আফ্রিকাকে যে অনুরোধ কর হয়েছে আপাতত সেই অনুরোধ দক্ষিণ আফ্রিকা রাখতে পারবে না বলে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনকে সাফ জানিয়ে দিয়েছে।
দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক এবং সহযোগিতা বিষয়ক নালয়ের প্রধান মুখপাত্র ক্লেমন মনিয়েলা গতকাল স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন, আফগানিস্তানের শরণার্থী গ্রহণের অনুরোধটি দুর্ভাগ্যবশত দক্ষিণ আফ্রিকার সরকারের মেনে নেওয়ার মতো অবস্থায় নেই।
দক্ষিণ আফ্রিকায় ইতোমধ্যেই উল্লেখযোগ্য সংখ্যক শরণার্থী বসবাস করে এবং তাদের চাহিদা মেটানোর জন্য সরকারকে হিমশিম খেতে হয়। তাদের অধিকাংশই ইতোমধ্যেই আমাদের দেশের প্রদত্ত সামাজিক এবং রাষ্ট্রীয় সব সুযোগ সুবিধা এবং সহায়তা গ্রহণ করে থাকে। এছাড়া সরকারের বিনামূল্যে চিকিৎসা সব শরণার্থী গ্রহণ করে।
আন্তর্জাতিক আইনের পরিপ্রেক্ষিতে শরণার্থীদের সুস্বাস্থ্যসহ সব নাগরিক অধিকার রক্ষায় দক্ষিণ আফ্রিকা কাজ করে গেলেও আপাতত আফগান শরণার্থীদের গ্রহণ করতে পারবে না।