ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে টিকা নেয়ার ১দিন পর অতিরিক্ত রক্তক্ষরণে আনিসা আকতার জিম নামে ৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শ্যামপুর হঠাৎপাড়ার মিজানুর রহমানের মেয়ে।
সে গত বুধবার সকাল ১০ টায় উপজেলার আলিনগর কমিউনিটি ক্লিনিকে ইপিআই টিকার তৃতীয় ডোজ নিতে যায়। টিকা নেওয়ার পর থেকে তার টিকা নেয়ার স্থান দিয়ে অনবরত রক্ত বের হতে থাকলে শিশুটিকে সেদিন সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার্ড করে। পরের দিন বৃহস্পতিবার দুপুর ১২ টায় সেখানে শিশুটি মারা যায়।
এ বিষয়ে টিকাদানকারি স্বাস্থ্য সহকারী নুরজাহান বেগম জানান, শিশুটি শারিরিকভাবে অসুস্থ থাকায় এ ঘটনা ঘটে থাকতে পারে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাসুদ পারভেজ জানান, শিশু মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হবে।