ধূমকেতু নিউজ ডেস্ক : অভিনেত্রী নুসরাত জাহান এই মুহূর্তে রয়েছেন কাশ্মীরে। সেখানে তার সঙ্গে রয়েছেন যশ। তাদেরকে নিয়ে ট্রল যেন কোনোভাবেই থামছে না সোশ্যাল মিডিয়ায়। নিজের সোশ্যাল মিডিয়ায় এবার সেসবেরই জবাব দিলেন টলিউড সুন্দরী নুসরাত।
অভিনেত্রী-সাংসদ নুসরাত সোশ্যাল মিডিয়ায় ‘আই অ্যাম নট সরি…’ শিরোনামে একটি মোটিভেশনাল ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে সমাজের সেই সমস্ত মানুষের দিকে আঙুল তোলা হয়েছে, যারা ভালোবাসা, হাতে হাত রাখা, কারও ওপর ভরসা করার মাহাত্ম্য ভুলতে বসেছেন। স্পষ্টই বোঝা যায়, যশের সঙ্গে সম্পর্ক নিয়ে তার প্রতি আঙুল তোলা মানুষগুলোকে যেন জবাব দিলেন তিনি।
বিতর্ক নিয়ে বরাবরই পাত্তা না দেওয়া নায়িকা নুসরাত। কখনও সংবাদমাধ্যমের সামনে নিজের সবটুকু উজার করে জবাব দেন, আবার কখনও সমালোচনা গায়েই মাখেন না! মাঝেমধ্যে নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরোক্ষভাবে সমালোচনার জবাব দেওয়ার সুযোগও ছাড়েন না!
চলতি বছরের শুরু থেকে লাগাতার খবরে নুসরাত। মাতৃত্ব থেকে বিয়ে, একের পর এক তার নতুন খবর নিয়ে তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া। গেল অগস্টে কলকাতার এক বেসরকারি হাসপাতালে জন্ম দেন ছেলে ঈশানের; যার দু’ সপ্তাহের মধ্যেই ফেরেন কাজে। আপাতত সময় কাটাচ্ছেন যশের সঙ্গে কাশ্মীরে।