ধূমকেতু নিউজ ডেস্ক : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে টুইট বার্তায় তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে।
টুইট বার্তায় অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘আমি কোভিড পজিটিভ। মৃদু উপসর্গ রয়েছে। হোম আইসোলেশনে রয়েছি। যারা আমার সংস্পর্শে এসেছিলেন তাদের কাছে অনুরোধ, কোভিড পরীক্ষা করিয়ে নিন। হোম আইসোলেশনে থাকুন।’
দিল্লিতে করোনা সংক্রমণের হার বাড়ছে। একইসঙ্গে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। সংক্রমণের পরিস্থিতি দেখে ২ জানুয়ারি দিল্লিবাসীকে উদ্বিগ্ন হতে বারণ করেন অরবিন্দ কেজরিওয়াল। আবার করোনা পরিস্থিতি মোকাবিলায় আজই একটি পর্যালোচনা বৈঠক করার কথা ছিলো। এরই মধ্যে মুখ্যমন্ত্রীর করোনা শনাক্তের খবর এলো।