ধূমকেতু নিউজ ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি কানি বলেছেন, ভিয়েনা সংলাপে ইতিবাচক ফলাফল আসুক বা না আসুক দক্ষিণ কোরিয়াকে ইরানের আটক অর্থ ছাড় দিতেই হবে। তিনি বলেন, আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞার কারণে সিউল তেহরানের ঋণ পরিশোধ করবে না -এটা হতে পারে না।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় দক্ষিণ কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী চই জং কুনের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকের সময় এসব কথা বলেছেন আলী বাকেরি কানি। তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার সরকার আইনত ইরানের ঋণ পরিশোধ করতে বাধ্য।
ইরানের শীর্ষ পর্যায়ের এক কূটনীতিক বিশেষভাবে উল্লেখ করেন যে, দক্ষিণ কোরিয়া ঋণ পরিশোধের ব্যাপারে যে অস্বীকৃতি জানিয়ে আসছে তা তেহরান-সিউল সম্পর্কের ইতিহাসে কালো দাগ হিসেবে থেকে যাবে। ইরানের আটক সম্পদ ছেড়ে দেয়ার জন্য যত তাড়াতাড়ি সম্ভব দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি।
ভিয়েনায় ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা পুনর্বহাল এবং তেহরানের ওপর থেকে আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হচ্ছে। এই আলোচনার মধ্যেই দক্ষিণ কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী একটি প্রতিনিধি দল নিয়ে ভিয়েনা গেছেন। সেখানে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল ইরানের আটকে থাকা অর্থ ছাড় করার বিষয়ে আলোচনা করছে।