ধূমকেতু নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, টাঙ্গাইল-৭ আসন ও পাঁচ পৌরসভায় ইভিএমে ভোট দেয়ার প্রক্রিয়া শেখানো হবে আজ। ভোটের একদিন আগে ইভিএম ভোটের এ মহড়ায় সচেতনতামূলক বিভিন্ন তথ্য জানানো হবে ভোটারদের।
প্রতিটি কেন্দ্রে অন্তত দুটি ইভিএম মেশিনে শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ মক ভোটিং চলবে।
সশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা বলছেন, মক ভোটিংয়ের দিন সব কেন্দ্রে ইভিএম প্রদর্শন ও ভোট দেয়ার নিয়ম জানানো হবে। ইভিএমে পছন্দের প্রতীকের পাশে সাদা বোতাম চেপে প্রার্থী বাছাই করতে হয়। এরপর সবুজ বোতামে চাপ দিলেই ভোট নিশ্চিত হয়ে যায়।
নারায়ণঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে ইভিএম প্রদর্শন ও মক-ভোটিংয়ের সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে এ মহড়া বেশ কাজে দেবে বলে তিনি আশা করছেন।
১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, টাঙ্গাইল-৭ উপ নির্বাচন এবং বাঁশখালী, নোয়াখালী, ঝিকরগাছা, নাটোর ও বাগাতিপাড়ায় ভোট রয়েছে। সেদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে ইভিএমে।
নির্বাচন কমিশনের উপ-সচিব আতিয়ার রহমান বলেন, ‘ইভিএম যেহেতু একটি কারিগরি বিষয়, নতুন, তাই এ নিয়ে প্রার্থী, নির্বাচনী এজেন্ট, পোলিং এজেন্ট ও ভোটারদের মধ্যে ব্যাপক প্রচারের ব্যবস্থা নেয়া হয়েছে। প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার- ভোটগ্রহণ কর্মকর্তাদের ইভিএম ব্যবহার পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। ’
তিনি আরও জানান, প্রতিটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ কর্মকর্তারা উপস্থিত থেকে মক ভোটিং সম্পন্ন করবেন। এ বিষয়ে নারায়ণগঞ্জ, টাঙ্গাইল ও পাঁচ পৌরসভায় প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই এসব আয়োজন করা হচ্ছে বলে জানান এ নির্বাচনী কর্মকর্তা।
ইভিএমে ভোট দেয়ার আগে আঙ্গুলের ছাপ, ভোটার নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর বা স্মার্ট পরিচয়পত্র ব্যবহার করে ভোটার শনাক্ত করা হয়। নির্দিষ্ট কেন্দ্রের ভোটকক্ষে একজন পোলিং অফিসার ভোটার ভেরিফিকেশনের কাজটি করেন। ডেটাবেইজে ভোটার বৈধ বা অবৈধ হিসেবে শনাক্ত হলে মনিটরের মাধ্যমে তা দেখতে পান পোলিং এজেন্টরা। ভোটার সহকারী প্রিজাইডিং কর্মকর্তার কাছে গেলে গোপন কক্ষে থাকা ব্যালট ইউনিটে ব্যালট ইস্যু করা হয়।