ধূমকেতু নিউজ ডেস্ক : ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, ইউটিউব থেকে সমস্ত ভ্যাকসিন-বিরোধী কনটেন্ট ব্লক করা হবে। বুধবার এক ব্লগ পোস্টে ভিডিও শেয়ারিং সাইট এ তথ্য জানায়।
এতে বলা হয়েছে, কোভিড-১৯ ভ্যাকসিন সম্পর্কে ভুল তথ্য দেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞার থাকার পরও অনুমোদিত কোভিড-১৯ ভ্যাকসিনগুলো সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে তৈরি করা সব ধরনের ভিডিও ব্লক করবে ইউটিউব।
জানা গেছে, ফ্লু ভ্যাকসিন বন্ধ্যাত্বের কারণ এবং হাম, মাম্পস ও রুবেলার এমএমআর টিকা নিলে অটিজম হতে পারে- এ ধরনের কনটেন্ট ইউটিউবে অনুমোদিত নয়।
ইউটিউবের একজন মুখপাত্র জানিয়েছেন, ইউটিউব রবার্ট এফ কেনেডি জুনিয়র এবং জোসেফ মার্কোলাসহ বেশ কয়েকজন বিশিষ্ট ‘ভ্যাকসিন-বিরোধী’ কর্মীদের সাথে যুক্ত চ্যানেলগুলোকেও নিষিদ্ধ করেছে।
উল্লেখ্য, স্বাস্থ্য বিষয়ক ভুয়া তথ্য সরবরাহ বন্ধে যথেষ্ট সক্রিয়ভাবে কাজ না করায় সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউব, ফেসবুক ও টুইটার সমালোচিত হওয়ার পর এই উদ্যোগ নিয়েছে ইউটিউব।