ধূমকেতু প্রতিবেদক : রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে শুরু হলো পবিত্র মাহে রমজান। আজ মঙ্গলবার প্রথম রোজা। মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, রমজান মাসের প্রথম ১০ দিন রহমত, দ্বিতীয় ১০ দিন মাগফিরাত এবং শেষ ১০ দিন নাজাতের।
মহান আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের মাধ্যমে এই ফায়দা প্রাপ্তির আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নির্দিষ্ট সময় পর্যন্ত পানাহারে বিরত থেকে এই মাস আত্মশুদ্ধির সাধনায় নিবেদিত থাকবেন।
তবে পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। রফিকুল ইসলাম (৫০) বলেন,গতবছরের তুলনায় এবার গরম অনেক কম।এমন আবহাওয়া থাকলে রমজানে স্বস্তিতে থাকতে পারবো।
বাজারের আসা ক্রেতা লিলি খাতুন (৩২) বলেন, গরম কম বাইরে কিন্তু বাজারে আগুন। রমজানে আবহাওয়ার কারনে আরামে থাকলেও তো জিনিসপত্রের অনেক দাম। কি রেখে কি কিনবো সেটাই ভাবছি। কোথায় সিয়াম -সাধনের মাসে একটু রহম করবে তা না ব্যবসায়িক মুনাফার চিন্তায় ব্যস্ত সবাই।
এদিকে রুমানা আহমেদ (১১) জানান, এইবারই প্রথমবার রোজা করছি, প্রতিবছর খুব গরম থাকায় তো রোজা রাখতে পারিনা, বেশ ভালোই লাগছে।
অপরদিকে ক্রেতাদের মন্তব্যের বিপরীতে বিক্রেতা আনোয়ার (৪৫) বলেন, যেটুকু দাম দিয়ে কিনে আনছি তার উপর নির্ভর করেই আমরা দামটা নির্ধারণ করছি।
তিনি আরও বলেন, আমরাই বা কি করবো আমাদের ও তো চলতে হবে। সবাই ভালো থাক এটাই চাই বলে জানান তিনি।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews