মোহাম্মদ মোবারক হোসাইন : ইসলামী শরীয়তের দৃষ্টিতে কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। মানুষ চলার পথে নানান ভুল করে ফেলবে, হোক জানা সত্ত্বে কিংবা অজানা অবস্থায়। প্রত্যেক অবস্থায় মানুষ সতর্কতা অবলম্বন করবে। এবং কৃত ভুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হতে হবে। আজকে আমরা জানবো কেন “তাওবাকারী ব্যক্তি মুমিনদের সঙ্গী”?
আরবি التوبة শব্দের আভিধানিক অর্থ- ক্ষমা প্রার্থনা করা,অনুশোচনা করা, প্রত্যাবর্তন করা, অনুতপ্ত হওয়া, ফিরে আসা,ভুল শুধরিয়ে নেয়া, অনুতাপ করা, নিজেকে নত করা ইত্যাদি।
কুরআন ও সুন্নাহর পরিভাষায় তওবার অর্থ বিগত গোনাহের জন্যে অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে তার ধারে কাছে না যাওয়ার দৃঢ় সংকল্প করা।
পারিভাষিক সংজ্ঞায় বলা যায়-বান্দা কোনো পাপ কাজ সংঘটিত করার পর অনুতপ্ত-অনুশোচনা করে সেই পাপ কাজের জন্য নত হয়ে মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং সেই পাপ কাজ ছেড়ে ভালো কাজে ফিরে আসাকে তাওবা বলা হয়।
আল্লাহ তায়ালা পবিত্র কুরআনুল কারীমে তাওবাকারীদের কথা উল্লেখ করে ইরশাদ করেন,
إِلَّا الَّذِينَ تَابُوا وَأَصْلَحُوا وَاعْتَصَمُوا بِاللَّهِ وَأَخْلَصُوا دِينَهُمْ لِلَّهِ فَأُولَئِكَ مَعَ الْمُؤْمِنِينَ وَسَوْفَ يُؤْتِ اللَّهُ الْمُؤْمِنِينَ أَجْرًا عَظِيمًا.
অর্থ:- কিন্তু যারা তাওবা করে, নিজেদেরকে সংশোধন করে, আল্লাহকে দৃঢ়ভাবে অবলম্বন করে এবং আল্লাহর উদ্দেশ্যে তাদের দ্বীনকে একনিষ্ট করে, তারা মুমিনদের সঙ্গে থাকবে এবং মুমিনদেরকে আল্লাহ অবশ্যই মহাপুরস্কার দেবেন। [সূরা আন নিসা,আয়াত-১৪৬]
এ আয়াত দ্বারা বোঝা যায় যে, আল্লাহ তায়ালার নিকট একমাত্র ঐসব আমলই গৃহীত ও কবুল হয় যা শুধু তাঁর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করা হয়েছে এবং কোনো ধরনের রিয়া তথা লোক দেখানো ও শোনানোর লেশমাত্র উদ্দেশ্য যার মধ্যে নেই।
তাওবা সম্পর্কে আল্লাহ তায়ালা পবিত্র কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতে ইরশাদ করেছেন। এমনকি যারা অপরাধ করার পর আবার আল্লাহর দিকে ফিরে আসে, তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। ইরশাদ হয়েছে,
یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡا تُوۡبُوۡۤا اِلَی اللّٰهِ تَوۡبَۃً نَّصُوۡحًا ؕ عَسٰی رَبُّکُمۡ اَنۡ یُّکَفِّرَ عَنۡکُمۡ سَیِّاٰتِکُمۡ وَ یُدۡخِلَکُمۡ جَنّٰتٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِهَا الۡاَنۡهٰرُ ۙ یَوۡمَ لَا یُخۡزِی اللّٰهُ النَّبِیَّ وَ الَّذِیۡنَ اٰمَنُوۡا مَعَهٗ ۚ نُوۡرُهُمۡ یَسۡعٰی بَیۡنَ اَیۡدِیۡهِمۡ وَ بِاَیۡمَانِهِمۡ یَقُوۡلُوۡنَ رَبَّنَاۤ اَتۡمِمۡ لَنَا نُوۡرَنَا وَ اغۡفِرۡ لَنَا ۚ اِنَّکَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ
অর্থ:- হে মুমিনগণ! তোমরা আল্লাহর কাছে তাওবা কর—বিশুদ্ধ তাওবা; সম্ভবত তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করে দেবেন এবং তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত। সেদিন আল্লাহ লাঞ্ছিত করবেন না নবীকে এবং তার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে। তাদের নূর তাদের সামনে ও ডানে ধাবিত হবে।
তারা বলবে, হে আমাদের রব! আমাদের জন্য আমাদের নূরকে পূর্ণতা দান করুন এবং আমাদেরকে ক্ষমা করুন, নিশ্চয় আপনি সবকিছুর উপর ক্ষমতাবান।
তাওবা সম্পর্কে রাসুলুল্লাহ সাঃ ইরশাদ করেন,
عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ “ كُلُّ ابْنِ آدَمَ خَطَّاءٌ وَخَيْرُ الْخَطَّائِينَ التَّوَّابُونَ ” .
অর্থ:- হযরত আনাস রাঃ হতে বর্ণিত, নিশ্চয় নবী করিম সঃ বলেছেন, “প্রত্যেক আদম সন্তানই পাপ করে, পাপীদের মধ্যে তারাই সর্বোত্তম যারা তওবা করে।”
অন্যত্রে রাসূলুল্লাহ বলেছেন, “প্রত্যেক আদম সন্তান ত্রুটিশীল ও অপরাধী, আর অপরাধীদের মধ্যে উত্তম লোক তারা যারা তওবা করে। [সহিহুত তিরমিযী-২৪৯৯]
হযরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘সেই মহান সত্তার শপথ, যার হাতে আমার জীবন, যদি তোমরা গুনাহ না করতে, তাহলে অবশ্যই আল্লাহ তোমাদের এই পৃথিবী থেকে সরিয়ে দিয়ে এমন এক জাতিকে সৃষ্টি করতেন, যারা গুনাহ করত, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা চাইত, আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতেন।’ [মুসলিম শরিফ]
তাওবাকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একমাত্র পুরস্কার জান্নাত। এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা ইরশাদ করেন,
اِلَّا مَنۡ تَابَ وَ اٰمَنَ وَ عَمِلَ صَالِحًا فَاُولٰٓئِکَ یَدۡخُلُوۡنَ الۡجَنَّۃَ وَ لَا یُظۡلَمُوۡنَ شَیۡئًا
অর্থঃ- ‘তবে যারা তাওবা করেছে, ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, তারা ব্যতিক্রম (শাস্তি পাবে না)। তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি কোনো অবিচার করা হবে না।’ [সূরা মারিয়াম,আয়াত-৬০]
আল্লাহর দরবারে তাওবা করতে গিয়ে আমরা শয়তানের ওয়াসওয়াসার শিকার হই। শয়তানের প্ররোচনায় পাপ করার পরও আমরা তাওবা করতে অনীহা প্রকাশ করছি। বান্দা যতবারই এবং যখনই তাওবা করবে, মহান আল্লাহ ততবারই তাকে ক্ষমা করবেন। হযরত আবু মূসা (রা.) বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ রাতের বেলায় হাত প্রসারিত করেন, যেন দিনের পাপীরা তাওবা করে। আবার দিনেরবেলায় হাত প্রসারিত করেন, যেন রাতের পাপীরা তাওবা করে। এভাবে তিনি কিয়ামত পর্যন্ত ক্ষমা করতে থাকবেন।’ [মুসলিম শরিফ]।
আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে কুরআনের বর্ণনা অনুযায়ী প্রকৃত তাওবাকারী হওয়ার তাওফিক দান করুন। এবং কাফির তথা ইসলামের পরাশক্তির কাছে বিজয়ী মুত্তাকী হয়ে দুনিয়া ও পরকালের সফলতা লাভের তাওফিক দান করুন। আমিন।
লেখক : মোহাম্মদ মোবারক হোসাইন, সহকারী শিক্ষক, মেরিট প্লাস একাডেমি এন্ড মেরিট প্লাস গার্লস একাডেমি, ৭নং ধর্মপুর ইউনিয়ন, সদর, নোয়াখালী।