ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বেলালবাজার-শিবগঞ্জ উপজেলার আড়গাড়াহাট সড়কের কুইচাগাড়া নামক স্থানে গত কয়েকদিন ধরে ম্যারাথন ডাকাতির ঘটনা ঘটছে।
সোম থেকে বুধবার এ তিনরাতে একই সড়কে প্রায় একই সময়ে মোট তিনটি ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল পথচারীদের উপর আক্রমণ করে টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছে। এ সময় তাদের বাধা দিতে গেলে তারা তাদের পিটিয়ে জখম করে দিচ্ছে। এ রকম একটি ঘটনায় মঙ্গলবার রাতে গোমস্তাপুর থানায় একটি অভিযোগ দিয়েছে এক ভূক্তভোগী।
তিনি জানান, তিনিসহ ২ জন মোটর সাইকেল যোগে ওই সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে ডাকাতরা তাদের মারধর করে টাকা-পয়সাসহ মোবাইল ছিনিয়ে নেয়।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পরপরই এ সড়কে পুলিশ টহলে আসার পূর্বেই এ ডাকাতির ঘটনাগুলো ঘটছে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার (ওসি) দিলিপ কুমার দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পরিবহন সংকটের কারনে পুলিশ ওই সড়কে যথাসময়ে টহলে যেতে পারছেনা। এর ফলে ওই সড়কে ডাকাতির ঘটনাগুলো ঘটছে। তবে এ সড়কে ডাকাতি বন্ধে উদ্যোগ নেয়া হয়েছে।