ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনা সদর উপজেলা হেমায়েতপুর ইউনিয়নের নাজিরপুরে নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগ নেতা শামীম হত্যাকান্ডের সাথে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি ও বিভিন্ন ভাবে মামলা তুলে নেওয়ার ভয়ভীতি’র প্রদান। দোষীদের ফাঁসি শাস্তি দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহত শামীমের পরিবার।
রোববার দুপুরে পাবনা প্রেসকাবের সেমিনার রুমে এ সংবাদ সম্মেলন টি অনুষ্টিত হয়।
এসময় সাংবাদিকদের লিখিত বক্তব্য পাঠ করেন নিহত শামীমের পিতা বক্তব্যে বলেন, বেশ কয়েকজন আসামি গ্রেপ্তার হলেও মুল আসামী উক্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিলুর ছেলে ইমরানসহ কয়েকজন এখনো গ্রেপ্তার হয়নি। এলাকাতে খুন রাহাজানী ও মাদকের আখড়ায় পরিনত করে ফেলা এসব সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তি ফাঁসির দাবি করেন ও বিভিন্ন সময় তাদের পেটুয়া বাহিনী দিয়ে মামলা তলে নেওয়া ভয়ভীতি দেখাচ্ছে এবং তারা নিজের বাড়ি ঘর ভাংচুর করে মিথ্যা মামলা দেওয়ার পাইতারা করছেন। এর সঠিক বিচার দাবি করেন ভুক্তভোগী পরিবার।
এসময় উপস্থিত ছিলেন, উক্ত ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী মঞ্জুরুল ইসলাম মধু, আলী আজগর, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, আব্দুল আজিজ প্রমুখ।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় নির্বাচনের পরে নাজিরপুর হাটপাড়ায় একটি চায়ের দোকানে গুলি করে হত্যা করা হয় সাবেক ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগের স্থানীয় নেতা শামীম হোসেনকে। আর এই মামলায় আসামি করা হয় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তরিকুল আলম নিলু, তার ছেলে ইমরানসহ কলেকজনকে। ইতোমধ্যেই এই হত্যাকান্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ সাবেক চেয়ারম্যান নিলুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।