ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রভাবশালীদের দ্বারা ৫টি হিন্দু পরিবারের মাঝে উচ্ছেদ আতংক বিরাজ করছে। বাড়িঘর ভাংচুরের ও উচ্ছেদ আতংকে ৫টি ভুক্তভোগি পরিবারের পক্ষে মিঠন মাহালীর ছেলে মেঘু মাহালী গত ৩১ জানুয়ারী নাচোল থানায় অভিযোগ দায়ের করেছেন।
নাচোল পৌর এলাকার কন্যানগর হিন্দুপাড়ার বাপ-দাদার আমল থেকে বসবাসকারী ৫টি পরিবারের পক্ষে শ্রী মেঘু মাহালী, প্রতিবেশী মৃত রশিদ সিং এর ছেলে লুটু সিং, মৃত মহরোম সিং এর ছেলে বিরেন সিং, ও তার ভাই ধিরেন সিং জানান, কন্যানগর মৌজার হাল ১নং খতিয়ানের ১৪০ দাগের ০.১২একর জমিতে তারা তিন পুরুষ ধরে বাড়িঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। সিএস ও এসএ রেকর্ডে বাড়ি উল্লেখ আছে। আরএস রেকর্ডেও ওই সম্পত্তিটি সরকারের ১নং খতিয়ানভূক্ত ছিল। পার্শ্ববর্তি ১৩৭ নং দাগটি ০.৩৬একর আয়তনের সম্পত্তিটি পুকুর হিসেবে সিএস, এসএ ও আরএস রেকর্ডে ছিল। কিন্তু সরকারকে ভুল তথ্য দিয়ে ও মিথ্যা ঘোষনা দিয়ে গোপনে ১৯৮১ সালে কন্যানগর গ্রামের আব্দুল করিমের ছেলে আরশাদ আলী বন্দোবস্ত করে নেন। অথচ ওই সময় আরশাদ আলী ভূমিহীন ছিলেন না। এমনকি ১৩৭ নং দাগটি পুকুর ছিল। মিথ্যা ঘোষনা দিয়ে একই মৌজার ৬৮নং দাগের সরকারী রাস্তাও তিনি বন্দোবস্ত করে নেন। পরবর্তীতে ৬৮দাগে সরকারী কারিগরি স্কুল স্থাপনের সময় তিনি মোটা অংকের ক্ষতিপূরণ নিয়েছেন। বর্তমানে গোপনে ১৪০ দাগের ০.১২একর জমিতে বন্দোবস্ত নিয়ে প্রায় ১০০বছর যাবত বসবাসরত ৫টি হিন্দু(ক্ষুদ্র নৃ-গোষ্ঠির) অসহায় পরিবারকে হঠাৎ তাদের বসতভিটা থেকে উচ্ছেদের হুমকি দিয়ে তাদের টয়লেট ও অস্থায়ী স্থাপনা ভেঙে ফেলেছে।
এরই প্রেক্ষিতে শ্রী মেঘু মাহালী গত ৩১ জানুয়ারী ভূমিদস্যুদের হামলায় বাড়িঘর ভাংচুর ও জীবননাশের হুমকীর প্রেক্ষিতে কন্যানগর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে আকবর আলী মাষ্টার ও আব্দুল লতিফ, মৃত আরশাদ আলীর ছেলে আশরাফ আলী ও আলমগীর হোনের বিরুদ্ধে নাচোল থানায় অভিযোগ দায়ের করেছেন। এদিকে প্রতিবেশী আনসার আরী ভূমিদস্যুদেরকে হিন্দু পরিবারের বাড়িঘর ভাংচুর করতে নিষেধ করায় মৃত আলফাজ উদ্দিনের ছেলে আনসার আলীকে আকবর মাষ্টারের ছেলে রেজনারুল ইসলামসহ তার স্বজনরা আনসার আলীকে প্রকশ্যেই প্রাণনাশের হুমকী দেয়। এবিষয়ে আনসার আলী নাচোল থানায় বিবাদীদের বিরুদ্ধে জিডি করেছেন।
এবিষয়ে বন্দোবস্ত গ্রহণকারী আরশাদ আলীর ছেলে আশরাফ আলী সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন তার পিতার নামের বন্দোবস্ত জমিতে হিন্দুদের টয়লেট থেকে মল নির্গমনে বাধা দিয়েছি। তাদের বসতভিটাটিও আমার পিতার নামে বন্দোবস্ত আছে। তাদেরকে অন্যত্র চলে যেতে বলেছি। তবে ঘরবাড়ি ভাংচুর করা হয়নি।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ জানান, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, অভিযোগ পেয়ে ১ফেব্রæয়ারী তদন্তকারী অফিসার এসআই মোজাম্মেল হোসেনকে ঘটনাস্থলে পাঠিয়েছিলাম।
এদিকে উচ্ছেদ আতংকে থাকা পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) চাপাইনবাবগঞ্জ, উপজেলা নির্বাহী অফিসার নাচোল বরাবর বন্দোবস্ত বাতিলের জন্য আবেদন করেছেন।