ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতাপাড়ায় কৃৃষি জমিতে পুকুর খননের অভিযোগে আব্দুল মজিদ নামে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম জানান, কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন ও রাস্তার কালর্ভাটরে মুখ বন্ধ করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে খননকৃত পুকুর পুুনরায় ভরাট করানো হয় এবং কালর্ভাটরে মুখ খুলে দেওয়া হয়েছে।