ধূমকেতু প্রতিবেদক,পাবনা : ছাত্রকে নির্মমভাবে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে পাবনার বেড়ায় রহিমা খাতুন মদিনাতুল উলুম নুরানী হাফিজিয়া মাদ্রাসার সুপার রহমত উল্লাহর বিরুদ্ধে।
মঙ্গলবার রাতে বেড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে রহমত উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার কর্নঘোষ পাড়ার বাসিন্দা।
ভুক্তভোগী মাদ্রাসাছাত্র শিহাব পাবনার বেড়া উপজেলার পৌর সদরের স্যানাালপাড়া মহল্লার সোহেল রানার ছেলে। গত সোমবার রাতে শিহাব মোবাইলে গজল শোনায় তাকে বেধড়ক পেটায় ওই শিক্ষক।
এ ঘটনায় করা মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে দশটার দিকে মাদ্রাসার আবাসিক রুমে শিহাব তার বন্ধুর মোবাইল নিয়ে গজল শুনছিল। ওই সময় মাদ্রাসা সুপার রহমত উল্লাহ টের পেয়ে তার মোবাইল কেড়ে নিয়ে তাকে বেত দিয়ে বেধড়ক পেটাতে থাকেন। এসময় শিহাব তার হাতে পায়ে ধরেও রক্ষা পায়নি। শুধু তাই নয়, শিহাবকে মাদ্রাসা সুপার এ ঘটনা কাউকে না জানাতে বলে।
মঙ্গলবার সকালে তার পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পেরে শিহাবকে আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে যান। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় শিহাবের দাদা আবুল কালাম বাদী হয়ে বেড়া মডেল থানায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ রাতেই অভিযুক্ত সুপারকে গ্রেপ্তার করে।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, মাদ্রাসার ছাত্র শিহাবের নির্যাতনের বিষয়ে অভিযোগ পেয়েছি। তাৎক্ষণিক তদন্ত করে ঘটনার সত্যতা মেলায় মামলা গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে মাদ্রাসার সুপারকে গ্রেপ্তার করা হয়েছে।