ধূমকেতু প্রতিবেদক : সিরাজগঞ্জের সলঙ্গায় গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। রোববার সলংগা থানাধীন হাটিকুমরুল গোলচত্তর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন টিয়ার বন্দর এলাকার আব্দুল মান্নান প্রামানিকের ছেলে মোমিনুল ইসলাম (৩০) ও বগুড়া জেলার গাবতলি থানাধীন সুলতানপুর এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে সাগর রহমান (২৩)।
র্যাব-১২ এর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, রোববার তার নেতৃত্বে গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর একটি দল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদসহ সলংগা থানাধীন হাটিকুমরুল গোলচত্ত্বর পুলিশ বক্সের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় বগুড়া থেকে ঢাকা গামী একটি হিরো ১২৫ সিসি মোটরসাইকেল যার নং-(বগুড়া হ ১৬২৭১৫) এ তল্লাশি চালিয়ে সাড়ে ৩ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরনী ১৯ (ক) ও ২৬ এর ১ ধারায় মামলা দায়ের করা হয়। পরে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।