ধূমকেতু প্রতিবেদক, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলার ০১নং গঙ্গানন্দপুর ইউনিয়নের ছুটিপুর ও গঙ্গানন্দপুর বাজারে দু’টি রাইস মিলে প্লাস্টিকের বস্তা ব্যবহারের করণে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ কাজী নাজিব হাসান মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদন্ড দিয়েছেন।
সোমবার দুপুর সাড়ে ১২টায় ছুটিপুর ও গঙ্গানন্দপুর বাজারের শাপলা ও কফিল উদ্দিনের নামে থাকা দু’টি রাইচ মিলে পাটজাত পন্যের ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহারের করণে ২০১০ এর ১৪ ধারায় ১৩ হাজার টাকার অর্থদন্ড দেওয়া হয়।
এছাড়াও সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ কাজী নাজিব হাসান ছুটিপুর ও গঙ্গানন্দপুর বাজারের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণকে সচেতন করা হয়। খাবার হোটেল-রেস্তোরায় বসে খাওয়ার জন্য কোভিড টিকা সনদ বাধ্যতামূলক বিষয়টি হোটেল-রেস্তোরা মালিক ও ভোক্তাদেরকে অবহিত ও সতর্ক করেন।
এসময় উপস্থিত ছিলেন, মূখ্য পাট ইন্সপেক্টর আক্তার হোসেন, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (নাজির) ও মোবাইল কোর্ট পেশকার সাখাওয়াৎ হোসেন, থানার অফিসার ইনচার্জ প্রতিনিধিবৃন্দ।