ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : মাত্র কয়েকদিন বিরতি দিয়ে মাঘের একেবারে শেষপ্রান্তে এসে আবারো সিরাজগঞ্জের রায়গঞ্জে বৃহস্পতিবার প্রায় সারাদিন হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি।
এছাড়াও সারাদিন আকাশ ছিলো মেঘে ঢাকা। ফলে এতে বাড়ে শীতের তীব্রতা। ফলে ভোগান্তীতে পড়েছে খেটে খাওয়া অসহায় মানুষ।
উপজেলার গ্রামপাঙ্গাসী চাঁনপাড়া গ্রামের অটোভ্যান চালক শহিদুল ইসলাম বলেন, বৃষ্টি একটু কম হলেও বেড়েছে শীতের তীব্রতা। বৃষ্টিতে ভিজে ও তীব্র শীতে গাড়ি চালাতেও কষ্ট হচ্ছে। জানিনা এমন আবহাওয়া আর কতদিন থাকবে? কাজ না করলে তো আর পেটে ভাত জুটবে না। তাই বাধ্য হয়েই শীত ও বৃষ্টি উপেক্ষা করেই বের হতে হচ্ছে আমাদের মতো দিন আনে দিন খায় খেটে খাওয়া অসহায় মানুষদের।