ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে বহুল প্রতিক্ষিত নিকেশ্বর থেকে রুপনারায়নপুর বিজিবি ক্যাম্পের মোড় পর্যন্ত গ্রামীন রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়িত ১৪ ফেব্রুয়ারী বেলা সাড়ে ১১ টায় ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে দেড় কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এম.পি।
উদ্বোধনকালে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, ওসি মোজাম্মেল হক কাজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, সাংবাদকি জাহিদ হাসান, মেহেদী সরকার, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রফিকুল আতিক কনক প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকৌশলী আলী হোসেন জানান, রাস্তার অর্ধেক অংশ নির্মাণ করা ছিল, বাকী রাস্তাটির শেষ অংশ ১ কোটি ২৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ কাজ সম্পন্ন করবেন ঠিকাদারী প্রতিষ্ঠান এনা এন্টার প্রাইজ, রাজশাহী।