ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রসাশনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
২১ ফ্রেব্রুয়ারী দিবসের প্রথম প্রহরে ০০.১ মিনিটে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, শহীদদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তলন, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শহীদের আত্মার মাগফিরাত কামনায় সকল মসজিদ/মন্দিরে বিশেষ মুনাজাত ও প্রার্থনা, হাসপাতালে উন্নত খাবার পরিবেশন, সন্ধ্যায় নজিপুর গোল চত্বরে ভাষা আন্দোলন ও শহীদ দিবসের প্রামাণ্য চিত্র প্রদর্শনসহ নানা কর্মসূচী পালন করা হয়েছে।
সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে ইউএনও লিটন সরকারে সভাপত্বিতে ভাষা আন্দোলন ও ভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য এবং ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান বিষয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গাফ্ফার, সাবেক অধ্যক্ষ ময়েজ উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, থানার ওসি শামসুল আলম শাহ্, জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান আবদুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, কৃষি অফিসার প্রকাশ চন্দ্র সরকার প্রমূখ।