ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে দিনব্যাপী ‘নির্বাচনী সহিংসতার রিরুদ্ধে জনগণ’ বিষয়ক রিফ্রেসার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মানুষের মর্যাদা, নিরাপত্তা এবং সামাজিক বিভিন্নতা অক্ষুন্ন রেখে সামাজিক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বহুদলীয় প্লার্টফর্ম তৈরির লক্ষ্যে এ কর্মশালার অয়োজন করা হয়।
দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এবং আন্তর্জাতিক ফেডারেশন ফর ইলেক্টরালসিস্টেম এর ব্যবস্থাপনায় রাণীনগর উপজেলার পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজি (শান্তির জন্য সহায়ক গোষ্ঠী)’র আয়োজনে রাণীনগর প্রেসক্লাব মিলনায়তনে মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয় পার্টি, সিপিবি, এনপিপি’র রাণীনগর উপজেলা নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।
পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজি’র রাণীনগরের সমন্বয়ক সাইদুজ্জামান সাগর এর পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা পর্যায়ে রাজনৈতিক সংস্কার প্রস্তাবে গোলটেবিল বৈঠক, সামাজিক সম্প্রীতির মিলনমেলা, সামাজিক সম্প্রীতি কর্মশালা, স্থানীয় পর্যায়ে রাজনৈতিক দলের আচরণ বিধিপ্রণয়ন ও স্বাক্ষর, মাদক ও জঙ্গীবাদ নির্মূলে তরুণ সমাজের ভূমিকা বিষয়ক সংলাপ আয়োজনসহ নানামুখি অব্যাহত কার্যক্রম ব্যাপারে উপস্থিতদের মাঝে প্রশিক্ষণমূলক বিস্তারিত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ নওগাঁ জেলার সমন্বয়ক আসির উদ্দিন।