ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বেসরকারী উন্নয়ন সহযোগি সংস্থা ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় ৩নং নাচোল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান সফিকল ইসলামের সভাপতিত্বে নারী অধিকার ও অন্তর্ভূক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুন সমাজ (যুক্ত) প্রকল্পের আওতায় জনপ্রতিনিধি, সাংবাদিক, কাজী, ইমাম, আদিবাসী সমপ্রদতায়ের প্রতিনিধি, কৃষি কর্মকর্তাসহ সকল পেশাজীবি লোকদের অংশগ্রহণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় ইউনিয়ন পরিষদ থেকে নাগরিক সুবিধা প্রাপ্তি, বাল্য বিবাহ, নারী নির্যাতন, পারিবারিক সহিংসতা, বিবাহ বিচ্ছেদ প্রতিরোধ বিষয়ে ব্যপক আলাচনা করা হয়। কর্মশালার উদ্বোধন ও সমাপ্তি ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য এরশাদ আলী, জাহাঙ্গির হোসেন, নাজরিন খাতুন, উপসহকারী কৃষি কর্মকর্তা মর্তুজা রেজা ও মুক্তি রানী দাস, ডাসকো ফাউন্ডেশনের এরিয়া কো-অর্ডিনেটর রুহুল আমীন ও ফিল্ড ফেসিলিলেটর ফেরদৌসি খাতুন।
কর্মশালীয় আগামী দিনের জন্য প্রকল্প মেয়াদে কর্ম পরিকল্পনা ও বাস্তবায়ন উপ-কমিটি করা হয়।