ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী একদিনে এক কোটি কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচির অংশ হিসেবে সুজানগর পৌরসভায়ও করোনা টিকার প্রথম ডোজ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৬ ফেব্রয়ারী) সকালে স্থানীয় এন এ কলেজ মাঠে এ কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করেন, পৌর মেয়র রেজাউল করিম রেজা ও উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোরশেদ, পৌর সচিব গোলাম নবী, পৌর কাউন্সিলবৃন্দ, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর আমিরুল ইসলাম, কঞ্জারভেন্সী ইন্সপেক্টর হাসান উদ্দিন, টিকাদানকারী সুপারভাইজার রেজোয়ানা, দেলোয়ার হোসেন বাবু সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা জানান, যারা এখনো কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেননি তাদের সকলকে পৌরসভার এন এ কলেজ মাঠ, মানিকদীর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও ভবানীপুর পূর্বপাড়া