ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনার সাঁথিয়ায় ডাকাতি হওয়া ৭টি গরু উদ্ধার করেছে পুলিশ। বিদেশী অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার রাতে পাবনা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার মহিবুল ইসলাম খাননের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম (প্রশাসন ও অপরাধ) কল্লোল কুমার দত্ত অতিরিক্ত পুলিশ সুপার বেড়া থানার সার্কেল সিদ্দিকুল ইসলাম, ডিবি পরিদর্শক (তদন্ত) কমল কুমার দেবনাথ ও এস আই অসিত কুমার এর যৌথ অভিযানে মামলা হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই ডাকাতি হওয়া ৭টি গরু উদ্ধার করে।
রোববার দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মহিবুল ইসলাম জানান।
গ্রেপ্তারকৃতরা হলো-রোকন মোল্লা, সিহাব উদ্দিন, আল আমিন, ফরিদুল ইসলাম, কামরুল ইসলাম ও কোরবান আলী।
গ্রেপ্তারকৃত আসামী রোকন মোল্লার বিরুদ্ধে অস্ত্র, চুরি ডাকাতি ( ১৯) টি মামলা সিহাব উদ্দিনের ৩টি ও আল-আমিনের বিরুদ্ধে অস্ত্র, চুরি ডাকাতি ২টি মামলা রয়েছে।
জানা যায়, ২০ ফেব্রুয়ারি সাঁথিয়া উপজেলার নাগডেমরা ভিটাপাড়া এলাকার খামারী মোতালেব হোসেন সহ ৩জন নিজের জমির বাথানে ১০টি গরু বেঁধে রেখে রাতে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতের পর একদল ডাকাত অস্ত্রের মুখে মোতালেব সহ তিন জনকে ভয়-ভীতি দেখিয়ে হাত-মুখ বেঁধে ১০টি গরু ও ২টি মোবাইল ফোন ডাকাতি করে পালিয়ে যায়।
এ ঘটনায় শনিবার সাঁথিয়া থানায় খামারী মোতালেব একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার পর শনিবার রাতেই অভিযান চালিয়ে পাবনা ও সিরাজগঞ্জের বিভিন্ন স্থান থেকে একটি বিদেশী অস্ত্র, একটি ট্রাক একটি চোরাই মোটর সাইকেল ১টি গুলিসহ বিদেশী অস্ত্র, দেশীয় অস্ত্র, দশটি মোবাইল, নগদ বিশ হাজার টাকা সহ ৬জন ডাকাত ও ডাকাতি হওয়া ৭টি গরু উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।