ধূমকেতু প্রতিবেদক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রাপথে খুলনা রেলওয়ে স্টেশনে পৌছালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানানো হয়েছে।
বুধবার রাত সোয়া ৯টার দিকে খুলনা রেল স্টেশনে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের পক্ষে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান প্যানেল মেয়র-১ আমিনুল ইসলাম মুন্না।
এরপর রাত্রিযাপনের জন্য হোটেলে পৌছালে সেখানে রাসিক মেয়রের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন খুলনা সিটি মেয়র।
এসময় সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।