ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল সদর ইউনিয়ন পরিষদের পাশে থাকা মসজিদের গেট দখল করে চায়ের দোকান বসানো হয়েছে। এতে মসজিদে নামায পড়তে যাওয়া মুসলমানদের সমস্যা হচ্ছে। স্থানীয়দের পক্ষ থেকে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুস ছালামকে অভিযোগ দিয়েও কোন প্রতিকার হয়নি। এলাকাবাসীর অভিযোগ চেয়ারম্যানের পরামর্শেই মসজিদের গেট ঘেঁষে দুলাহার গ্রামের নাসিরউদ্দিনের ছেলে চা বিক্রেতা নিজামউদ্দিন চায়ের দোকান দিয়েছেন।
জানা গেছে, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইনায়েতুল্লাহ কমপ্লেক্স ভবনের পাশে একটি মসজিদ নির্মাণ করেন। মসজিদের কাজ শেষ না হতেই তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম চেয়ারম্যান নির্বাচিত হন। কিন্ত পরে মসজিদের বাকি কাজ তিনি করেননি। এ কারণে মসজিদটি আগের অবস্থাতেই রয়েছে। আর বর্তমানে মসজিদের গেট ঘেঁষে চায়ের দোকান বসানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ চেয়ারম্যানের মদদেই সেখানে চায়ের দোকান বসানো হয়েছে।
এ বিষয়ে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম বলেন, মসজিদের সামনে চায়ের স্টল বসানোর ক্ষেত্রে তার কোন সম্পৃক্ততা নেই। মসজিদের কাজ শুরু করা হলে চায়ের স্টলটি সরিয়ে ফেলা হবে।