ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : পবিত্র রমজান উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যসামগ্রী বিক্রয় সংক্রান্ত বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ মার্চ) দুপুর পৌনে ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কনফারেন্সে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী সানুগ্রহে ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় সারাদেশের ন্যায় এ জেলার নিম্ন আয়ের মানুষকে টিসিবি’র ভর্তুকির মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ বর্তমান সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ। তৃণমূল পর্যায়ের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের জীবনমানকে উন্নত করার ও জীবন ব্যবস্থাকে সহজ করার জন্য এরকম একটি নজিরবিহীন উদ্যোগ গ্রহণ করেছে সরকার। তাই সরকারের এই উদ্যোগকে তৃণমূলের সাধারণ মানুষের মাঝে সঠিকভাবে সরবরাহের লক্ষে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
তিনি আরও জানান, আগামী ৭ এপ্রিল থেকে ২য় পর্যায়ে পণ্য সামগ্রী বিক্রি শুরু হবে। রমজান মাসকে ঘিরে জেলার বাজারগুলোতে টাস্কফোর্সের মাধ্যমে মনিটরিং করা হবে। কোন অসাধু ব্যবসায়ী যাতে পণ্য মজুত করে না পারে সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখা হচ্ছে। এছাড়া নিত্যপণ্যের দাম বাড়াবে না ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসনের বৈঠক হয়েছে। ব্যবসায়ীরা যদি পণ্যের দাম বাড়িয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।
জেলা প্রশাসক আরও বলেন, জেলার বাজারগুলোতে মনিটরিং টিম সব কিছুই পর্যবেক্ষণ করছে। তবে তেল, ডাল, চালের দাম আগের তুলনায় কিছুটা কমেছে। যদি কোন ব্যবসায়ী তেল, চাল, ডাল, চিনি, মজুত করে রাখেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করলে তিনি সেসব প্রশ্নের উত্তর দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার ইফফাত জাহান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাছান।
আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন, সাংবাদিক শহিদুল হোদা অলক, রফিকুল আলম, আশরাফুল ইসলাম রঞ্জু, ফয়সাল মাহমুদ, কামাল সুকরানা, মেহেদী হাসান সিয়ামসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১ লাখ ৩০ হাজার ৩২০ পরিবারের মাঝে ২১০ টি স্থানে ৩১ টি টিসিবি ডিলারের মাধ্যমে আগামী ৭ এপ্রিল থেকে নির্ধারিত দিনে ২য় পর্যায়ে লাইনে দাঁড়িয়ে একজন ভোক্তা ৫৬০ টাকার প্যাকেজে ২ কেজি চিনি, ২ লিটার তেল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি ছোলা ক্রয় করতে পারবেন।
টিসিবি’র ডিলারের মাধ্যমে চিনি প্রতি কেজি ৫৫ টাকা, সোয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৬৫ টাকা, ছোলা প্রতি কেজি ৫০ টাকা দরে বিক্রয় করা হবে। নির্ধারিত দিনে কার্ডধারীর মাঝে পণ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শেষ হবে।