ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে গত ৬ দিন যাবত এক কলেজ ছাত্রী নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ওই কলেজ ছাত্রীর চাচা বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়রী করেছেন।
গোমস্তাপুর থানায় করা জিডি সূত্রে জানা গেছে, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের এইচ এসসি ১ম বর্ষের ওই ছাত্রী গত ২৮ মার্চ সকালে কলেজের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক শরিফুল ইসলাম জানান, আমরা এ বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছি।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news