ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনায় বিপুল পরিমাণ (৩১ কেজি ৫০০ গ্রাম) অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ মাদক ব্যবসায়ী দম্পত্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২, সিপিসি-২।
বুধবার (১৩ এপ্রিল) রাত ১১ টার দিকে পাবনা জেলার পাবনা থানাধীন ইসলামগাতী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, পাবনা জেলার সদর থানাধীন ইসলামগাতী এলাকার আবুল হোসেনের ছেলে মমিনুল ইসলাম (৩৬) ও তার স্ত্রী শ্যামলী খাতুন (৩২)। তারা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীয়া থানাধীন ধোলাইকুঠী কৃষ্ণনন্দবকসী এলাকার বাসিন্দা।
র্যাব-১২, সিপিসি-২ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, বুধবার (১৩ এপ্রিল) রাত ১১ টার দিকে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি কিশোর রায় এর নেতৃত্বে অভিযান চালিয়ে পাবনা জেলার পাবনা থানাধীন ইসলামগাতী সাকিনস্থ ধৃত আসামীদ্বয়ের বাউন্ডারী করা টিনসেড হাফ বিল্ডিং বসতবাড়ীর উঠানের উত্তর পূর্ব কোণায় বাউন্ডারী ওয়াল সংলগ্ন এবং উঠানের উত্তর পশ্চিম কোনায় বাথরুমের ওয়াল সংলগ্ন (মোটরের কাছে) মাটির নিচে পুতে রাখা অবস্থায় ৩১ কেজি ৫০০ গ্রাম অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য গাঁজাসহ মমিনুল ইসলাম ও তার স্ত্রী শ্যামলী খাতুনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছে থাকা ২টি মোবাইল ও ৪টি সীম জব্দ করা হয়।
র্যাব-১২, সিপিসি-২ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে নিজ জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। আসামীদের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।