ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সম্প্রদায়ভুক্ত অসহায় বয়স্কদের মাঝে ১০ লাখ ৯২ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়েছে।
২৬ এপিল দুপুর ১২ টায় ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে উচ্চ মাধ্যমিক ও উচ্চতর পর্যায়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী ১শ জনের প্রত্যেকের মাঝে ৪ হাজার টাকা ও বয়স্ক ১৭৩ জনের প্রত্যেককে ৪ হাজার করে ২টি অর্থ বছরের মোট ১০ লাখ ৯২ হাজার টাকা অনুদান প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম, সমাজসেবা অফিসার সোহেল রানা, সহকারী সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম প্রমুখ।
এসময় পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় উত্তর চকযদু গ্রামে ১০ জনের মাঝে ২ লাখ টাকা ও ১ জন প্রতিবন্ধীর মাঝে ২০ হাজার টাকার সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়।