ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার উদ্যোগে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার (২৮ এপ্রিল) নাচোল থানা ক্যাম্পাসে নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, ৪৪, চাঁপাইনবাবগঞ্জে-২ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ, গোমস্তাপুর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি।
এসময় উপস্থিত ছিলেন, নাচোল সাস্থ্য কমপ্লেক্স ইউএইচও ডাঃ সুলতানা পাপিয়া, নাচোল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল ওয়াব, বীরমুক্তিযোদ্ধ মতিউর রহমান। এছাড়া নাচোল উপজেলার ৪টি ইউনিয়ানের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকমন্ডলী, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ।