ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : চিকিৎসা সেবায় অনান্য সমাজসেবামুলক প্রতিষ্ঠান ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয় প্রতি বছরের ন্যায় এবারো ১২০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে।
শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় থানার ভেড়ামারা সামনে কাচারীপাড়ায় অবস্থিত চিকিৎসালয়ের নিজস্ব কার্য্যালয়ে এই খাদ্য বিতরন করা হয়। এসময় সমাজের পিছিয়ে পড়া অসহায়, দুস্থ, এতিম, প্রতিবন্ধীদের মাঝে চাউল, ডাউল, তেল, চিনি, সেমাই, লবন এবং ডিটারজেন্ট পাউডার তুলে দেওয়া হয়।
ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক শাহ জামাল’র সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবীর টুটুল।
বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান, ভেড়ামারা পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাহাবুব আলম বিশ্বাস, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের উপদেষ্টা আতিয়ার রহমান মৃধা, সাধারণ নোমান জহির রাজা এবং অর্থ বিষায়ক সম্পাদক উজ্জ্বল হোসেন, ডাঃ সাফফাত হোসেন প্রমুখ।
ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি সাংবাদিক শাহ্ জামাল বলেন, ২০১৫ সাল থেকে বছরের দুটি ঈদে নিরন্ন অসহায় পরিবারের মাঝে খাদ্য বিতরন করা হয়ে থাকে। এবারেও ১২০ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই মুলত খাদ্য বিতরন করা হয়ে থাকে।
তিনি বলেন, মানুষের ৫টি মৌলিক অধিকারের মধ্যে অন্যতম প্রধান হলো চিকিৎসা। কিন্তু চিকিৎসা সেক্টর সেবার পরিবর্তে ব্যবসায় নেমেছে। এ লক্ষ্যেই প্রতিটা মানুষের সুস্বাস্থ্য এবং সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয় প্রতিষ্ঠিত হয়েছে। মাত্র ২’শ টাকা দিয়ে একটি হেলথ্ কার্ড সংগ্রহ করার পর যে কোন মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছে।