ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাই থানা যুবদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে কোরআনখানী ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুন) দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় কোরআনখানী, দোয়া ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, থানা যুবদলের আহ্বায়ক শেখ একরামুলবারী রঞ্জু, থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, তছলিম উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন, আব্দুল মান্নান সরদার, যুবদল নেতা খোরশেদ আলম, পারভেজ ইকবাল, ওবাইদুল হাসান টুটুল, রায়হান কবির রতন প্রমুখ।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।