ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহারে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার (২৯ জুন) সকাল ১০ টা থেকে দিনব্যাপী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধায়নে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁ জেলার সহকারী পরিচালক লোকমান হোসেন, সহকারি প্রসিকিউটর সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, বীর মুক্তিযোদ্ধা ওমর আলী মোল্লা।
আরও উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ এ পক্ষে এস আই নুরুল ইসলাম,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সূধীজন, উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য, সদস্যাগণ, স্থানীয় সাংবাদিকগণ।