ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে গ্রিনভ্যালি পার্ক লিঃ কর্তৃপক্ষ।
বুধবার (৬ জুলাই) গ্রীনভ্যালী পার্ক লিমিটেডের পারিজাত চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, পার্কের চেয়ারম্যান আরজুমান্দ বানু পুষ্প, আবু বকর সিদ্দিক পলাশ, শামসুজ্জোহা, সুলতানুজ্জামান টিপু, আব্দুল মোত্তালেব রায়হান, সাংবাদিক মুক্তার হোসেন, ইমাম হাসান মুক্তি, এ কে আজাদ সেন্টু, আব্দুল করিম, মোজাম্মেল হক, মোয়াজ্জেম হোসেন, শাহ আলম সেলিম, মাজহারুল ইসলাম লিটনসহ চারটি প্রেসক্লাবের মোট ৭০ জন সাংবাদিক।
চিরতরুণ সবুজের সমারহে সুসজ্জিত গ্রিনভ্যালি অর্থাৎ সবুজ উপত্যকা। ২০১৯ সালের ২৫ জানুয়ারি লালপুরবাসির স্বপ্নের পার্ক উদ্বোধন করেন প্রয়াত মুক্তিযোদ্ধা আদম আলীর সহধর্মিনী আজমিরা খাতুন। দেশের উষ্ণতম ও সর্বনিম্ন বৃষ্টিপাত এলাকা হিসেবে দেশবাসীর নিকট পরিচিত লালপুর। এবার নতুন করে পর্যটনের জগতে লালপুরকে চিনবে দেশ-বিদেশ। রয়েছে সড়ক, রেল ও নদী পথে যোগাযোগ ব্যবস্থা। দেড় শতাধিক যুবকের কর্মসংস্থানসহ বিভিন্ন সামগ্রী ও বাহারি দোকান গড়ে উঠছে।
পার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরীয়া পারভীন বলেন, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পর্যটনের জগতে লালপুরকে পরিচিত করেছে গ্রিনভ্যালি পার্ক লিমিটেড। দেশের ৩৭ জন পরিচালকের সহযোগিতায় প্রায় ৩০ একর জমির ওপর পার্কটি প্রতিষ্ঠিত। মানব সেবার ব্রত নিয়ে প্রতিষ্ঠিত পার্কের লভ্যাংশের সিংহভাগ ব্যয় হচ্ছে সমাজকল্যাণ মূলক কর্মকান্ডে। ইতোমধ্যে এতিমখানা ও বৃদ্ধাশ্রম নির্মাণের কাজ শুরু হয়েছে। আন্তর্জাতিক মানের বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, শিশু পরিবার ও হাসপাতাল প্রভৃতি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে ।
পার্কটিতে পিকনিক স্পট, শ্যুটিং স্পট, এ্যাডভেঞ্চার রাইডস, কনসার্ট এন্ড প্লে-গ্রাউন্ড, নিজস্ব বিদ্যুৎ সুবিধা, নামাজের সু-ব্যবস্থা, সিকিউরিটি সার্ভিসের ব্যবস্থা, ডেকোরেটর সুবিধা, গাড়ি পার্কিং ব্যবস্থা, ক্যাফেটেরিয়া, শপ কর্ণার, সভা-সেমিনার এর জায়গা, আবাসিক ব্যবস্থা, পার্কিং সুবিধা রয়েছে।
বিনোদনের জন্য ফ্লাওয়ারভ্যালি, ওয়াটারপোল, স্পীডবোট, প্যাডেল বোট, বুলেট ট্রেন, মিনি ট্রেন, নাগরদোলা, পাইরেট শীপ, ম্যারিগোরাউন্ড, হানি সুইং ইত্যাদি। এছাড়া নয়নাভিরাম লেক, অত্যন্ত মনোরম পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত সুস্থ্য বিনোদন, পিকনিক স্পট, সভা-সেমিনারসহ বিভিন্ন অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে।