ধূমকেতু প্রতিবেদক, পোরশা : দীর্ঘ প্রতিক্ষার পর নিবন্ধন সনদ পেল নওগাঁর পোরশা উপজেলার প্রতিবন্ধিদের নিয়ে গড়ে উঠা প্রতিষ্ঠান মোবারক হোসেন প্রতিবন্ধি উন্নয়ন সংস্থা।
বুধবার (৭ জুলাই) নওগাঁ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুর মোহাম্মদ প্রতিষ্ঠানটির আওতায় পরিচালিত মোবারক হোসেন প্রতিবন্ধি বিদ্যালয়ে উপস্থিত হয়ে নিবন্ধণ সনদটি (নং-১২১৮/২০২২) সংস্থাটির সাধারন সম্পাদক মওদুদ আহম্মেদের হাতে তুলেদেন।
এসময় সনদ হাতে পেয়ে মওদুদ আহম্মেদ বলেন, তারা দির্ঘ্যদিন সংস্থাটি পরিচালনা করে আসছেন। সংস্থার অধিনে বিভিন্ন ধরনের প্রতিবন্ধিকে সেবা দিয়ে আসছেন। এতে ২২৫জন ছাত্র-ছাত্রীকে তারা নিয়মিত পাঠদান সহ নানা প্রকার সেবা দিয়ে আসছেন বলে তিনি জানান। তবে নিবন্ধণ সনদ পেয়ে তারা খুশি এবং ভবিষ্যত প্রতিবন্ধিদের সেবা কার্যক্রম জোরদার হবে বলে তিনি আশা করছেন।