ধূমকেতু প্রতিবেদক, আদমদীঘি : বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরে মাস্ক না পরায় ৮ জনের ১হাজার ৪০০টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ১২ নভেম্বর বিকেল ৫ টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মাহবুবা হক। এ সময় পথচারীদের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শীতে করোনা ভাইরাসের প্রকোপ কমাতে সর্বসাধারণের জন্য মাস্ক বাধ্যতামূলক করেছে সরকার। এই নিয়ম কার্যকর করতে বগুড়ার সান্তাহারে মাস্ক না পরায় জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান চলছে। উপজেলার সান্তাহার রেলগেট চত্বরে অভিযানের সময় মাস্ক না পরার দায়ে ৭জন পথচারীকে ৯০০ টাকা ও ১জন মটরসাইকেল আরোহীকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মাহবুবা হক বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।