ধূমকেতু প্রতিবেদক, আদমদীঘি : বগুড়ার আদমদীঘিতে শহীদ মিনারের সামনে প্যান্টের পকেটে গাঁজা নিয়ে বিক্রির জন্য ক্রেতার অপেক্ষায় থাকা তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো জয়পুরহাটের গোপালপুর ভাদসা গ্রামের আতাবুল হোসেনের ছেলে জাহিদ হাসান বিপ্লব (২২), একই এলাকার সালামের ছেলে হাসান (২০) ও ফরিদ হোসেনের ছেলে সৌরভ হোসেন (২২)।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া ফতেইআলী বাজার এলাকায় শহীদ মিনারের সামনে তিন যুবক জিন্সের প্যান্টের পকেটে সাদা পলিথিনে মুড়িয়ে ৫০০ গ্রাম গাঁজা বিক্রির জন্য অপেক্ষা করছিল। গোপন সংবাদের ভিত্ততে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের প্যান্টের পকেট তল্লাশীকালে উল্লেখিত পরিমান গাঁজাসহ গ্রেপ্তার করে।
আদমদীঘি থানার (ওসি) রেজাউল করিম রেজা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।