ধূমকেতু প্রতিবেকদ, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের হাটপাঙ্গাসী বাজার ভূমি অফিসের যায়গায় খোলা আকাশের নিচে ভ্রাম্যমাণ টুল বসিয়ে দীর্ঘ প্রায় ৪১ বছর ধরে অন্যের ছিড়ে যাওয়া জুতা মেরামত করে সংসার চালাচ্ছেন শুশীল রুয়াও।
অভাবের সংসারে দু’ বেলা খেয়ে-পরে কোনো মতে বেঁচে আছে শুশীলের পরিবার। সংসারের যাবতীয় খরচ চলে এই জুতা মেরামত করেই। প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা রোজগার করেন তিনি। আর বৃষ্টি হলে তো কোনো কথায় নেই। একটু বৃষ্টি হলেই হাবুডুবু খেতে হয় পানির মধ্যে। তাছাড়া পানির জন্য এখানে কোনো কাস্টমারও আসতে চান না।
এদিকে শুশীল রুয়াও অভিমাণ করে বলেন, আমরা নিচু জাতের মানুষ বলে আমাদের দিকে কেউ নজর দেয় না।
উপজেলার হাটপাঙ্গাসী বাজারের স্থানীয় বাসিন্দা, নুরসাইদ সরকার, খোসবার হোসেন বলেন, এখানে কোনো ঘর না থাকলেও জায়গাটি এর আগে অনেক উঁচু ছিলো। এখানে ড্রেন দেওয়ার কথা বলে মাটি সরানো হলেও করা হয়নি ড্রেনের কাজ। পূরণ করা হয়নি ড্রেনের গর্তগুলোও। ফলে কস্ট করে হলেও শুশীলের মতো বেশ কিছু দোকানদার পানির মধ্যেই ব্যাবসা করছেন।
এদিকে ব্যবসা করার মতো অসায় শুশীলের জন্য নির্দিষ্ট একটা জায়গা ও বাজারে একটা ঘরের ব্যবস্থা করার জন্য ইউপি চেয়ারম্যান তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সুদৃষ্টি কামনা করেন অত্র এলাকাবাসী।