ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর সাপাহার এলাকায় অভিযান পরিচালনা করে বেদেশী মুদ্রা, ফেন্সিডিল, নগদ টাকা, মোবাইল সেট, সীম কার্ড, মেমোরী কার্ডসহ সেলিম (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার রাতে তাকে আটক করা হয়। রোববার সকাল সাড়ে ১১টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। আটককৃত আসামী খঞ্জনপুর গ্রামের লৎফর রহমানের ছেলে।
বিজ্ঞপ্তি র্যাব জানান, মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে প্রাক বৃটিশ আমলের একটি মুদ্রা, বৃটিশ আমলের একটি মুদ্রা, পাকিস্থান আমলের একটি মুদ্রা, ও ১৯৪ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রয়ের নগদ ৩ হাজার ৪০০ টাকা, একটি মোবাইল সেট, দুটি সীমকার্ড ও একটি মেমোরী কার্ডসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
র্যাব-৫ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ পিপিএম বলেন, মাদকের বিরুদ্ধে র্যাব বিশেষ অভিযান শুরু করেছে যা মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদকের সাথে জড়িত থাকার কথা স্বাীকার করেন। আসামীর বিরুদ্ধে সাপাহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও পুরার্কীতি আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।