ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর ইউনিয়নের ভালাইনঘাটি গ্রামের মৃত গজেন্দ্রনাথ সরকার এর ছেলে বীর মুক্তিযোদ্ধা প্রণয় কুমার সরকার (৬৮) আর নেই।
মঙ্গলবার (৯ আগষ্ট) রাত ১১.৫০ টায় নিজ বাড়ীতে তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
মৃত প্রণয় কুমার সরকারের অন্ত্যেষ্টিক্রিয়া বুধবার (১০ আগষ্ট) বেলা ১০ টায় ভালাইনঘাটি পারিবারিক শ্মশানে অনুষ্ঠিত হয়। এর আগে পুলিশের একটি চৌকষ দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করেন, সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম, ওসি তদন্ত ফইম উদ্দিন, বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র প্রামানিক, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুবাস কান্ত সরকার ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।