ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনায় সদর উপজেলায় মালিগাছা মজিদুপরে ট্রাক চাপায় স্কুল শিক্ষার্থী হত্যা মামলা আসামী ট্রাক চালককে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
শনিবার (১৩ আগস্ট) রাতে র্যাব-১২ কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) কিশোর রায়ের নেতৃত্বে র্যাবের একটি দল চাপাইনবাবগঞ্জের বানঝাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে আসামী গ্রেপ্তার করেছে।
সম্প্রতি ১২ ই আগষ্ট সদর উপজেলার মালিগাছা মজিদপুর পাবনা-বনপাড়া মহাসড়কে ঘাতক ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে শিক্ষার্ধী রজব আলী (১৭) নিহত হয়।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সদর থানার একটি হত্যা মামলা হলে, র্যাব মামলার সূত্রে উক্ত আসামী ট্রাক ডাইভার ঘাতক পপেল আলী (২৯) কে গ্রেপ্তার করে, আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাবের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) কিশোর রায় সংবাদ সম্মেলনে এ কথা বলেন।